মন মেতেছে জানি না আজ কেন,
প্রজাপতিও আনন্দে নৃত্য করছে যেন
জোনাকিরা আলো জ্বেলেছে অন্ধকারে,
সব বেদনা আজ ঘুচলো কি করে?
প্রেমপত্রে লিখা ছিল কিছু এলোমেলো শব্দ,
যাদুমাখা সেই শব্দ পরে আমি হলাম স্তব্ধ.
মন আনন্দে হলো অগোছালো,
অজানা ঠিকানায় সে উড়ে চলে গেলো.
আনন্দঘন মনে জেগেছে কিসের তৃষ্ণা,
হারিয়ে গেছি, তাও মন কিন্তু চনমনা.
টুকরো টুকরো আনন্দে মন বেজায় খুশি,
এভাবেই আমায় থাকতে দাও, ক্ষতি কি?