জন্মেছি আমি এই ধরণীতে
কত মনোরম এই পৃথিবী
আকাশ আছে মাথার ওপর
পায়ের নিচে নিঃস্বার্থ মাটি
আমি মেঘ দেখি
আমি বৃষ্টিতে ভিজি
আমি অনুভব করি
খোলা দক্ষিণ হওয়া
আমি সাগর দেখি
আমি পাহাড় দেখি
যত দেখি ততই আমি
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ
মায়ায় ভরা আমার এই জীবন
আমি ভালোবাসি আমার প্রাণ
আমি চাই বাঁচতে
এই ভুবনে থাকতে
আমি পূর্ণিমার চাঁদ হতে চাই
আমি সূর্যের মতো
কিরণ ছড়াতে চাই
আমার চাওয়া অন্তহীন
আমি সংগ্রাম করি বাঁচার জন্য
উপার্জন করি বাঁচার জন্য
আমার গৃহ অতি মনোরম
কিন্তু সবই কি মোহো মায়া?
আমার ভয় হয়
সেই দিন কি হবে?
যেদিন আমার হৃদস্পন্দন স্তব্ধ হবে?
কিসের এত ভালোলাগা?
কিসের এত মোহো?
এই ধরণী তো ধরে রাখবে না
আমাকে অনন্তকাল তার কাছে?
আমি চলে যাবো,
আমার স্মৃতিগুলি রয়ে যাবে
শুধু এই ধরণীর বুকে.