শুনেছি মেয়েরা নাকি
একটি গাছ
বিপদে মাথার ওপর দাঁড়িয়ে
রখ্যা করে
ছায়া হয়ে আশ্রয় দেয়
কচি পাতার মতো নরম
তাদের মন
সবুজ রঙের মতো সতেজ
তাদের হৃদয়
বট গাছের মতো
তারা সহিষ্ণু
কুয়াশা ভেজা পাতার মতো
তারা নির্মল
দুঃখ্য পেলে তারা
বসন্তের পাতার মতো
ঝরে পরে
খুশি হলে তারা
বর্ষায় ভেজা গাছের মতো
সজীব হয়
যতই আসুক ঝড়, তুফান,
গাছের মতো তারা
নিজেকে বলি দিয়ে
সবাইকে আগলে রাখে
গোলাপের মতো
তারা সুন্দর
অংকুরিত গাছের মতো
তারা পবিত্র
ফুলের মতো
তারা সুবাসিত
পদ্মের মতো
তারা মসৃন
সত্যিই শুনেছি
মেয়েরা একটি গাছ