মাঝে মধ্যে নিজেকে নিজের
ধিক্কার দিতে ইচ্ছা করে
কেন হোয়াটস্যাপ এ একাউন্ট খুললাম
কত সময় আমি নষ্ট করলাম
কত সময় আমি নষ্ট করছি
শুধু সো কল্ড চ্যাটিং করে !
কত অপ্রয়োজনীয় কথা বলছি আমি
যেগুলি না করলেও আমার দিব্যি কেটে যেত
শুধু শুধু মনকে আমি দূষিত করেছি
কই তখন তো কোনো নেশা অনুভব করিনি
যখন হোয়াটস্যাপ ছিল না !
আজ কেন এতো অপেক্ষা,
কিসের এত অপেক্ষা ?
দরকার যখন মনে হয়েছে
একটা ফোন করে কথা বলেছি
আজ আমার মোবাইল এ পাসওয়ার্ড
কেন? যাতে আমার কীর্তি কেউ দেখতে না পায়?
তাহলে কি আমি ভুল করছি?
না আমি সুপ্ত ভালোলাগা গুলি
কাউকে জানতে দিতে চাই না?
কয়জন হোয়াটস্যাপ করছে ?
জ্ঞান বাড়ানোর জন্য ?
বাচ্চাদের হাতে মোবাইল,
সাথে আবার পাসওয়ার্ড,
যদি শুধু জ্ঞানের কথা হতো,
তাহলে পাসওয়ার্ড কেন?
কেউ জেনে গেলে,
মান -সম্মান যাবে নাকি?
ও! তার মানে ভুল জেনেও ভুল করছো?
যা দরকার নেই সেটাই করছো?
না! আমি হোয়াটস্যাপ করবো না
আমার জীবনে গোপনতার দরকার নেই
আমি জানি, আমি ভালো
হোয়াটস্যাপ ছাড়াও আমি ভালো থাকতে পারি.
মানুষের সাথে গল্প করতে পারি
হাসি ঠাট্টা করতে পারি.
যদি করই বা, প্লিজ পাসওয়ার্ড দিও না