ছেলেদের হয়েছে যন্ত্রনা
মাকেও খুশি করতে পারে না
বউকেও পারে না
বৌয়ের কথা রাখতে গেলে
মা রাগ করে
মার্ কথা রাখতে গেলে বৌ রাগ করে
দুই নৌকায় পা দিয়ে তাদের
নদী পার করতে হয়
তাদের মানসিক যন্ত্রনা
মেয়েদের থেকে অনেক বেশি
চরিত্র গুনে তারা নিশ্চুপ থেকে যায়
কোনো প্রতিবাদ করে না
মনে মনে তাদের খুব কষ্ট হয়
সেটা তারা ভাষায়
প্রকাশ করতে পারে না
নিকটতমের বেদনা তাদের যন্ত্রনা
খুশি করতে না পারার
অসফলতা তাদের বিদ্রুপ করে
তারা নীরবে কাঁদে
সেই কান্না কেউ দেখে না
তবুও তারা হেসে কথা বলে
বার বার চেষ্টা করে
ভালোবাসার বৃষ্টি দিয়ে
ধুয়ে দিতে চায় সব দুঃখ
আজ তাদের জন্য
রইলো অনেক অভিবাদন
যারা সকাল থেকে রাত্র
ব্যস্ত থেকে উপার্জন করে
শুধু তাদের আপনজনদের জন্য
তাদের পরিবারকে দাঁড় করাতে
অক্লান্ত পরিশ্রম করতে দ্বিধা করে না
তারাই কেউ আমাদের বাবা, কেউ স্বামী,
আজ তাদের উদ্দেশ্যে বলছি
আমরা খুশি, তাদের পেয়ে
আমরা গর্বিত তাদের পেয়ে
পরজনমেও আমরা তাদেরই চাই
আজ তাদের জন্য রইলো
অনেক সম্মান, অনেক অভ্যর্থনা