ধোকা ধোকা ধোকা
চারিদিকে একই দৃশ্য
হৈ হৈ করে চিন্ময়ী মার্
আরাধনা চলছে
সব লোক দেখানো
'মার ' কাছে সাষ্টাঙ্গে প্রণাম
কোথায় থাকে যখন সমাজে
একটা সাধারণ মেয়েকে অপমান করো?
এই শ্রদ্ধা , ভক্তি?
নিজের ঘরে নিজের স্ত্রীকে
মানসিক অত্যাচার করো,
মনে থাকে না তখন?
এরাই মা দুগ্গার প্রতিরূপ ?
খবরের কাগজে রোজ,
প্রতিদিন, স্ত্রীকে হত্যা, নাবালিকা গণধর্ষণ!!!!
কেন? কেন? কেন?
তোমাদের বিবেক কোথায় তবে?
শুধু কথা না বলতে পারা
মাটির প্রতিমাকেই
তোমরা শ্রদ্ধা করো? না ভয় পাও?
দশভুজা দুর্গাকে?
জিভ বের করা মা কালী কে?
আমাদের মৃন্ময়ী মা যে,
আমাদের সমাজের একটি
সাধারণ মেয়েরই প্রতিরূপ?
সেটা বোঝো না ?
তার অসম্মান যে
মৃন্ময়ী মারই অসম্মান।
এই বিশ্বের দুয়ারে
আমাদের এই সাধারণ
মেয়েরাই তো দেশের
দশের সম্মান বৃদ্ধি করছে।
সে খবর রাখো না?
তবে কেন এত অত্যাচার তাঁকে?
নিরীহ, নিষ্পাপ একটি মেয়েকে ?
তাঁর শরীরটাই শুধু দেখো?
তাঁর যে মন আছে, সেটা বোঝো না?
যেদিন খবরের কাগজে
একটিও মহিলা অত্যাচারের
কথা থাকবে না সেদিন বুঝবো,
আমাদের সমাজ মানুষ হয়েছে
মা দুগ্গা, ঘরেই আছে , হয়নি তাঁর বিসর্জন।
লোক দেখানো নয়, 'মা' কে বরণ।
সবাই মিলে তখন 'মার্' আরাধনা করো,
তবেই 'মা' আসবেন, নইলে শুধু
প্রাণহীন প্রতিমাই থাকবে প্যান্ডেলে প্যান্ডেলে
সেই প্রতিমা কাঁদবে, কেউ দেখবে না.
মানুষ হও তোমরা, মানুষের মতো মানুষ।