সাত পাঁকে বাঁধা
তিনটি শব্দ নয়
দুটি সম্পূর্ণ আলাদা
মানুষের জীবন
একটি সুদৃঢ় বন্ধন
যে বন্ধনে হয়
ওই দুটি মানুষের মিলন
দুটি আত্মার মিলন
তারা যে গন্ডিতে
বাঁধা পরে তাকেই
বলে সংসার
সংসার মানে কি ?
ত্যাগ? ত্যাগ? ত্যাগ?
কিসের ত্যাগ?
আমার ভালোলাগা,
যা তোমার ভালোলাগে না?
আর তোমার ভালোলাগা ,
যা আমার ভালোলাগে না?
এ তো স্বার্থান্বেষী? তাই নয়?
কেন দুজনের ভালোলাগাই
একে ওপরের ভালোলাগে না?
তখনি কি বসন্তের পাতার মতো
ঝরে পরে সুখের কলিগুলি ?
অন্তরে কষ্টের জালে
আটকে যায় সব খুশি?
বড়শিতে যেমন মাছ
আটকে আর্তনাদ করে,
শুনতে পায় কেউ
দুটি প্রাণের আর্তনাদ ?
দুটি ফুলের মিলনে
সৃষ্টি হওয়া আরেকটি কলি --
তার কথা ভেবেই কি
বাকি জীবন তারা
একসাথে থেকে যায়?
মনে মনে সৃষ্টি হয়
অজস্র ঘৃণা ?
কেউ কি আছে চির সুখী ?
এই দুনিয়ায় ?
জীবনের শুরুতে যেমন
খুশির পুষ্পবৃষ্টি হয়,
পথ চলতে চলতে
কেন কালো মেঘে
আকাশ ভরে যায় ?
সেই বাদল গুমরে গুমরে কাঁদে,
বিধাতা, দাও আমায় উত্তর,
দেখাও আমায় রাস্তা
কোথায় আছে শান্তি ?
আমার মন জুড়ে শুধু ক্লান্তি .
কি আমি ত্যাগ করবো?
যাতে আবার আমার জীবনে
খুশি ঝরবে, পুষ্প বৃষ্টির মতো ?