আজ কটি বছর হলো
এই বন্ধ ঘরেই আমার ঠিকানা
নিসঃঙ্গ আমি, আমার সাথে আমার বিছানা
চারিদিকে ধুমধাম চলছে
মা দুগ্গার আগমনী বার্তা বইছে
বিশাল আয়োজন, চারিদিক রমরমা
মৃন্ময়ী মার্ হবে আরাধনা
আমার বুকে বাজে ব্যথার সুর
প্রিয়জনের সংসার থেকে আমি বহুদূর
আমি হলাম চিন্ময়ী মা
ছেলের সংসারে থাকতে আমার মানা
ছেলে, বৌ, নাতির ঘরে জায়গা কম
তাই আমাকে রেখেছে ওরা বৃদ্ধাশ্রম
পুরোনো নাকি আমার আদব কায়দা
তাদের সম্মানে আমিই নাকি বাধা
মৃন্ময়ী মার্ কাছে করবে ওরা মাথা নত
চিন্ময়ী মা আমি, আজ ক্ষত বিক্ষত
মনে বড়ো সাধ খোকার সাথে ঘুরি
খোকার হাত ধরে মৃন্ময়ী মাকে দেখি
ছোটবেলায় খোকা করতো কত বায়না
দুর্গোৎসবে অনেক বেলুন চাই মা
খোকা এখন আমার মস্ত বড়ো
মাকে ছাড়াই আছে বেশ ভালো
মৃন্ময়ী মার্ কাছে তাই একটি আবদার
খোকা যাতে আমাকে মনে করে একটিবার
দুর্গোৎসবে যাতে সে আসে আমার কাছে
তার মুখে শুনতে চাই আমি
'মা চলো' পুজো দেখবে আমার সাথে
করবো তাকে প্রাণ ভরে আশীর্বাদ
খোকা সুখী হোক, তাই চাই বারংবার
'মা মৃন্ময়ী' তুমি তো থাকো ছেলে পুলে নিয়ে
চিন্ময়ী মা আমি কেন থাকি বিজনে ?
সারাজীবন কষ্ট করেছি যার জন্যে
সেই কেন আজ রেখে গেলো আমায় নির্জনে?