কে যে আপন কে যে পর
বড়োই জটিল নেই কোনো উত্তর
চলার পথে যতই এগোচ্ছি
বিহ্বল আমি ততই হচ্ছি
চলতে চলতে হঠাৎ থেমে গেছি
এক অমৃত সম্পর্কের স্বাদ বুঝেছি
যতই আসুক জীবনে আমার ঝড়
মা বাবা আছেন আমার মাথার উপর
বুঝেছি যতই হই আমি একাকী
মা বাবাই একমাত্র নিত্যসঙ্গী
তাঁদের অন্তর জুড়ে আমার ঘর
পেয়েছি আমি আমার প্রশ্নের উত্তর
বিপদে পরে যখনি ডেকেছি, 'বাবা''
দুর্গম পথেও তিনি দিয়েছেন সাড়া
অস্থির মন যখনি ডেকেছে 'মা'
স্নেহের আঁচল দিয়ে মুছিয়েছেন কান্না
এই ধরণীর মুখ দেখেছি যাঁদের জন্যে
তাঁরাই আপন আমার এই জীবন অরণ্যে
বাকি সম্পর্ক আর হলো না বোধগম্য
মনে হয় স্বার্থের বিষে সব পরিপূর্ণ।