সুনীল আকাশে দেখো কত পাখি উড়ে
আকাশের কোলে সাদা মেঘেরা টহলদারি করে
আমি দাঁড়িয়ে দেখি, সিক্ত সোঁদা মাটির উপর
স্নেহের পরশ দেয় আমায় এই প্রকৃতির চাদর
ভোরের স্নিগ্ধ আলো আর কুসুম কোমল ফুল
চঞ্চল মন আমার আনন্দে হয় ব্যাকুল
ভালোলাগে আকাশ ঘিরে কালো মেঘের গর্জন
নাচি আমি তালে তালে যখন হয় বৃষ্টির বর্ষণ
প্রজাপতি ঘুরে ঘুরে, করায় ফুলের মিলন
সুদূর সবুজ সবুজ বনানী লাগে অতি মনোরম
মৌমাছি কত খুশি ফুলের বাগানে করে গুনগুন
দক্ষিণ হাওয়ার মন মাতে, আসে যখন ফাগুন
রাগালে তাকে, দেখায় সে কালবৈশাখীর দাপট
অসহায় হই আমরা, যখন করে সে তছনছ
অন্যায় করে করো না তাকে অশান্ত
আলো ও অন্ধকারে তার রূপ বড়োই দুর্দান্ত
প্রেমের আলো ছড়িয়ে দাও এই ভুবনে
ফুলের মতো সুবাস ছড়াও এই জীবনে
সৌভাগ্য আমাদের জন্মেছি, প্রকৃতির আচ্ছাদনে
তারই বাতাস ছড়িয়ে আছে আমাদের স্পন্দনে স্পন্দনে