চলছে দুর্গোৎসবের মহানবমী
অসুরের অট্টহাসি কোথায় ?
মা কি বশ করেছেন তাঁকে?
উফফ! চারিদিকে একটা শান্তির হাওয়া
অসুরের আর্তনাদ শুনতে পাচ্ছ ?
মা আজ অসুর বধ করেছেন  
মহাযজ্ঞের কালো টিকা পড়বে এসো
জীবন থেকে তোমার আঁধার দূর হবে
মার্ মন কত নরম
মা সে চিন্ময়ী হোক আর মৃন্ময়ী  
মা যেন দয়ার সাগর
যতই রাগ করুন
সন্তানের বেদনায় তাঁর মন গলেছে
আজ শুধু প্রাণ ঢেলে আশীর্বাদের পালা
তোমার আঁচল বিছিয়ে দাও
নিয়ে নাও সব আশীর্বাদ
আবার একটি বছরের অপেক্ষা
দীর্ঘ এই দিনগুলির অপেক্ষায়
এই আশীর্বাদই হবে তোমার বাঁচার মন্ত্র
তোমার জীবন যুদ্দ্ধের অস্ত্র
দুগ্গা দুগ্গা বলে আবার শুরু করো
এইবার আর কোনো অন্ধকার
গ্রাস করতে পারবে না তোমার শান্তি
মা দিয়েছেন তোমায় শক্তি
অন্যায়ের সাথে লড়াইয়ের শক্তি
জীবন যুদ্ধে মাথা উঁচু করে বাঁচার শক্তি
বোলো সবাই জয় মা দুগ্গা
জয় মা দুগ্গা