ভোরের আকাশে পাখিদের কলকাকলি
দশমীর প্রভাতে মার্ বিদায়ের বাজে বাসুরি
সাতদিন ব্যাপী আনন্দের ছিল সুরধ্বনি
আজ সহসা মনের আকাশ বড়োই বিষাদময়ী
মা আজ সন্তান ছেড়ে চলে যাবেন বহুদূর
ঢাক বাজে, শঙ্খ বাজে, বাজে বিদায়ের সুর
মাগো ক্ষমা করে দিও সব অন্যায় অবিচার
বছর ঘুরলে আশীর্বাদ নিয়ে এস আরেকটিবার
সুবুদ্ধি দিয়ে তুমি পবিত্র করো আমাদের
বাটা হাতে এসেছি তোমার পায়ে রং দেব সিঁদুরের
সেই সিঁদুর আমার সিঁথিতে রেখো চিরতরে
সকলের সংসার ভরিয়ে দাও তুমি সুখ সমৃদ্ধিতে
অশ্রু সিক্ত নয়নে বিদায় দিচ্ছি গো মা তোমায়
শুভেচ্ছা জানাই সকলকে এই শুভ বিজয়ায়