জীবন তো নয় একটি ধাঁধা
এক নয় আছে অনেক বাঁধা
তারই মধ্যে খুঁজে চলি বাঁচার আনন্দ
ধরে রাখি জীবনে খুশির ছন্দ
আসুক যতই নিরাশার দাপট
আত্মবিশ্বাসে জানি কাটবেই সেই সংকট
অমাবস্যার পর যেমন আসে পূর্ণিমা
জীবনের মানেই কখনো হাসি কখনো কান্না
পরে নেবো গলে এইবার হার মানা হার
ঝড়কে আলিঙ্গন করবো আসুক সহস্রবার
মানতে হবে সকলকেই বিধাতার লিখন
বুকে সাহস নিয়ে বেঁচে নাও এই জীবন
কাজ করে যাও ভেবো না ভালো মন্দ
ছড়িয়ে দাও জীবনে ফুলের মিষ্টি গন্ধ
মাটি যেমন উজাড় করে দিয়েছে তার সবটা
নিঃস্বার্থ হয়ে তুমিও বেঁচে নাও বাকি জীবনটা
তোমাকেই খুঁজতে হবে তোমার শান্তি
তোমার অন্তরেই লুকিয়ে আছে শান্তির শক্তি