অদম্য উৎসাহ নিয়ে নেমেছিলাম,
মন ছিল তৈরী, এবার করবো লড়াই
পথে ছিল কিছু না ভালোলাগা,
করছিলো মনের শক্তির পরীক্ষা
না আর না, কিছুতেই দৃঢ়তা
ঝড়ে বেঁকে পড়বে না
এইবার আমাকে জিততেই হবে
আমার আত্মবিশ্বাসে ভর করে
হারানো সব ভালোলাগাগুলি
আমি জানি, ফিরে আসবে
দুটি আত্নার মিলনে,
হতে পারে সে পথ সুদূর পথ
পায়ের নিচে মাটিতে থাকবে
অনেক কাচের টুকরো
ঝরবে বিন্দু বিন্দু রক্ত
তবুও আমি এগিয়ে যাবো
আমার গন্তব্যে ঠিক পৌঁছে যাবো
সেখানে দুই হাত দিয়ে
কাছে টেনে নেবে আমায়
আমার ভালোবাসা, আমার বিশ্বাস
বর্ষায় যেমন কচি পাতা
পাখনা মেলে, আমার জীবনেও
হবে অজস্র খুশির অঙ্কুরোদ্গম
তাদের আমি শিশুর মতো
বড়ো করবো, আমার দুই হাতে
তাদের হাতেই থাকবে আমার
জীবনের ছন্দ, সেই ছন্দের
তালে তালে আমি এগিয়ে যাবো
হেঁটে যাবো জীবনের সুদূর পথ
সেই পথে থাকবে শুধু ফুল
আর থাকবে ফুলের মিষ্টি গন্ধ
সেই ফুলের পাপড়ি দিয়ে
লিখে যাবো কিছু কথা
সেই কথাই আজ আমার কবিতা