আকাশ হাসছে, বাতাস গাইছে
দক্ষিণ দুয়ারে দাঁড়িয়ে আমি দেখছি
এক ঝাঁক পাখি ডানা মেলেছে
গাছের পাতাগুলি কথা কইছে
সূর্য কিরণ গাছের ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে
ডোবার জলে হাঁসেরা সাঁতার কাটছে
নদীর জল কলকল শব্দ করছে
ছোট ছোট ব্যাঙাচি লাফিয়ে লাফিয়ে
পাড়ে আসছে
মাছেরা ডুব সাঁতার কাটছে
ছোট ছেলেরা বড়শি হাতে
মাছ ধরায় ব্যস্ত
এ কোন মাধুরী মেশানো প্রকৃতি
ইচ্ছা করছে আমিও বাতাসকে
একটা চিঠি লিখি
সেই চিঠিতে আমি চাইবো
দুটি ডানা পরীদের মতো
সেই ডানা মেলে আমি ভোরেরবেলায়
ফুলেদের দেশে যাবো
অজস্র ফুল ফুটিয়ে প্রকৃতি মাতাব
বাতাস সেই চিঠি বইবে
ইচ্ছে পরীর কাছে
তিনিই আমার ইচ্ছে পূরণ করবেন
সেই ডানায় ভর করে উড়ে উড়ে
আমি প্রকৃতি ঘুরে বেড়াবো
মেঘেদের সাথে কথা কইবো
সুখ দুঃখ বেদনার কারাগার ছেড়ে
আমি হয়ে যাবো চির মুক্ত
আমি আহ্বান জানাই সবাইকে
এস হে এস হে এস হে
আজি মুক্ত আকাশ ডাকে
বন্ধ দুয়ার খুলে এস
এস হে এস হে এস হে