অগত্যা যা ভাবলাম তাই হলো
কালবৈশাখী থেমে গেলো
নেই কোথাও বৃষ্টির ছিঁটে ফোঁটা
কবে হলে কেন হলো
হলো না বোধগম্য
এইরকমই হয় বোধ হয়
নেই চাওয়া-পাওয়ার কোনো মিলন
ঠিক রাস্তায় আসতে আসতে
বাঁক মুড়ে যায় হঠাৎ
চলে যায়, অদৃশ্য হয়ে যায়
থাকে শুধু ঝড়ে উড়ন্ত
কতগুলি ধূলিকণা
আটকে থাকে চোখের মনিতে
বড্ড  কচকচ করে
দীর্ঘ সময়
সেই সময় অন্তহীন
এখন অপেক্ষা শুধু বৃষ্টির
বৃষ্টির জলে যদি ধূলিকণা
ধুয়ে যায়, তবে হয়ত
কিছু না পেয়েও, অনেক কিছু পাওয়া হবে
না! তবে মানতেই হবে
জীবনটা একটা সুন্দর অনুসন্ধান
নিজেকে বাদ দিলে  
অনেক কিছু দেখা যায়
নিজেকে ভুলে গেলে
বাঁচা যায় অন্য জীবন
সেখানে নেই নিরাশা
সেখানে নেই চাহিদা
আছে অনাবিল আনন্দ
কষ্ট নেই, যন্ত্রনা নেই
আজ পারতেই হবে
বাঁচতে একটা জীবন