ভালোই তো ছিলাম মাটির ঘরে
আজ বন্ধ চারদেয়ালে বন্ধ ঘরে
পায়ের নিচে পাই না মাটির ছোঁয়া
দক্ষিণ দুয়ার হতে আসে না মুক্ত হাওয়া
মাথার উপর ছিল ছনের চাওনি
মনে হয় এখন বিশাল বাঁধা এই ছাদখানি
দরজা খুললে দেখতাম গোলাপ বাগান
এখন পাখি নয় গাড়ির আওয়াজ করে কলতান
একদা তুলসী মাকে করতাম জলদান
বাজারে দেখি ফুল-তুলসীর হয় দরদাম
কখনো পুকুরে বড়শি দিয়ে মাছ ধরেছি
ভুলে গেছি নদীর জল শেষ কবে দেখেছি
হয়ে গেছি ইট-পাথরে ঘেরা আমরা নিতান্তই যান্ত্রিক
কঠিন রোজনামচায় ঘেরা সুর ছন্দহীন সংগীত
মনের গভীরে লুকিয়ে আছে এক সুপ্ত তৃষ্ণা
সুখ খুঁজে চলেছি হাতে পরে হীরা পান্না
প্রকৃতির বাইরে হয়েছে আমাদের জীবন কৃত্রিম
আসল নয় নকল এই জীবন আর কতদিন?
ছোট্ট মোবাইল পকেটে, লিখে না চিঠি কেউ আর
বুকের ভিতর করা নেড়ে, কি যেন ডাকে বারবার
ইচ্ছা করে খালি পায়ে ঘাসের উপর হাঁটি
একটিবার শান্তিকে আমি স্পর্শ করে দেখি.