চলে যাবো তাই ঠিক করেছিলাম
আধ ক্রোশ গিয়ে জানিনা কেন
ফিরে এলাম
চলে যাওয়াটা সত্যি সহজ নয়
ঘর ছেড়ে যখন বাইরে আসি
তখন বুঝেছিলাম
আমার বাড়িটাকে কাঁদতে দেখেছি
বাড়ির সামনে টবের গাছটিকে
আমায় ডাকতে দেখেছি
আমার বাড়ির কুকুরটিকে আমার পায়ে
মাথা ঠুকে ঠুকে গোঙাতে দেখেছি
সব অভিমান আমার গলে যেতে দেখেছি
আমার থেকে ভালো আরেকটি
মেয়েকে বিয়ে কোরো,
যখন বলেছিলাম,
আমার হাত ধরে সে বলেছিলো ,
তোমার মতো খারাপ মেয়েই
আমার পছন্দ .
সেই কথায় আমার অঙ্গে
শিহরণ হতে দেখেছি
পারিনি আর দুটি পা এগিয়ে
সব ছেড়ে যেতে
জড়ো থেকে জীবন্ত সকলের
বুকের হাহাকারে অভিমান
ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে দেখেছি
আজ বুঝেছি ভালোবাসা
জয় করে নিতে পারে সব
নিভিয়ে দিতে পারে আগুনমাখা
রাগের জ্বলন্ত কয়লা
ভুলিয়ে দিতে পারে সব যন্ত্রনা
না পারিনি আমি ছেড়ে যেতে
আমার হাতে তৈরী আমার ঘর
সেই বন্ধন যার রন্ধ্রে রন্ধ্রে
আছে অজস্র ভালোবাসার অনুভূতি
ভেবেছিলাম চলে যাবো
কিন্তু আবার ফিরে এসেছি
আমার শরীর চলে গেছিলো
আত্মা পারেনি
তাই ফিরে এসেছি