অজানাকে জানবো বলে
জন্ম নিলাম পৃথিবীতে
ছোট থেকে হলাম বড়ো
শিখলাম হাঁটা, লিখা শব্দ কত
জানলাম সূর্য, চন্দ্র, গ্রহ, তারা
আকাশ বলে নেই কিছু
সবই ধুলো আর বালির খেলা
পৃথিবী নাকি ঘুরেই চলে
আমিও ঘুরছি তার সাথে
অমাবস্যার পর পূর্ণিমা আসে
জীবন বৈচিত্র্য নয় সেইরূপ চলে
সমুদ্রে জানলাম হয় জোয়ার ভাঁটা
মেঘ থেকে ঝরে বৃষ্টির ফোঁটা
মানচিত্রে লুকিয়ে আছে সমগ্র পৃথিবী
খুঁজলেই জানতে পারবে
রহস্যময়ী এই প্রকৃতি
অজস্র গানের সম্ভারে আছেন রবীন্দ্রনাথ
বিখ্যাত স্বরলোপি লিখে গেছেন
নজরুল আর অতুলপ্রসাদ
মন মাতানো সংগীত গাইলেন
হেমন্ত আর লতা
সারা দুনিয়া মাতিয়ে গেলেন কিশোর দাদা
যদি না আসতাম এই ধরণীতে
এতো কথা আমি জানতাম কি করে?