নৌকার দাঁড় বাইতে বাইতে
লাগছে বড়ো ক্লান্ত
মনে হয় এই পথ
চলতে হবে আরো আরো
পথ মাঝে একবার খুশির
সাথে হয়েছিল দেখা
মনে নাই কতদিন কতরাত
তার সাথে বলেছি কত কথা
একদিন কিছু না জানিয়েই
খুশি চলে গেলো
বিষাদ এসে বিন্দু বিন্দু
মনের গভীরে জমা হলো
বিষাদ মাখা এই মনের
ওজন বড্ডো বেশি
কি কারণে এমন হলে
জীবনের খাতা খুলে দেখি
পাতা ওল্টাতেই ভালোবাসাকে দেখলাম
চোখের জলে আমি ভিজে গেলাম
কখন রাস্তা  বেঁকে গেছে
বুঝতেই পারিনি
অশান্তি অন্তরে ঢুকে গেছে
খেয়াল করিনি
বেদনা ভরা নৌকা নিয়ে
আমি ডুবে যাচ্ছি
দিশাহারা তাও আমি
দাঁড় টেনে যাচ্ছি
আশা যদি কোনোদিন ফিরে পাই,
এ পথ ও পথ
যদি আবার খুশির দেখা পাই
খুশিকে এনে শেকল দিয়ে
এবার রাখবো বেঁধে
সব ভুলে বাকি জীবন
কাটিয়ে দেব সুখে