খাঁচায় রেখো না বেঁধে আমায়
মন আমার চঞ্চল, ঘুরে বেড়ায়
একঘেয়েমিতে বড়ো ক্লান্ত লাগে
তাই তো হেতা ওতা নতুনকে ফিরি খুঁজে
কখনো গাই কখনো বা লিখি
মাঝে মাঝে গাছেদের আড়ালে ঘুরি
স্বপ্ন দেখি ঘুমিয়ে, কখনো জেগে
সচেতন মন আমার চলে যায় স্বপ্নের দেশে
বোলো না কেউ আমায় বসে থাকতে
মন পাখিকে দাও আজ দরজা খুলে
প্রেমের বন্ধনে বন্দি মন আমার ছটফট করছে
প্রেমের কারাগার খুলে আজ মুক্ত করো তাকে
ফুল, পাখি দেখে মন করে আনচান
মুক্ত আকাশ ডাকছে, কাঁদছে এ প্রাণ
মন বলছে যা ছুটে যা তেপান্তরে
বন্ধ দুয়ার খুলে, যা তুই উড়ে