অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার
শুরু হলো কালবৈশাখী
ঝড়ের শোঁ শোঁ শব্দ
হেলেদুলে গেলো সব গাছ
আকাশে বিদ্যুতের আলো
তোমার আর আমার মিলন রাত
আমরা এলাম কাছাকাছি
শুরু হলো অঝোরে বৃষ্টি
অধর অধর কে করলো স্পর্শ
হৃদস্পন্দন দ্রুত হলো
কচু পাতা চুঁইয়ে জল পড়লো
দুটি আত্মা এক হলো
বৃষ্টি থেমে গেলো
প্রকৃতি শান্ত হলো
পাখি গান গাইলো ভোর হলো
এভাবেই দুজনে থাকি পাশাপাশি
মিলনের রাত আছে আরো বাকি