ঘোর অমাবস্যার রাত
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার
রাস্তায় রাস্তায় আলোর ঝর্ণা
নকল আলোর উৎসব
আজ নাকি দীপাবলি
প্রদীপ জ্বলে, মোম জ্বলে
বাজির বিকট আওয়াজ
শব্দ আর আলোর মাতামাতি
মার্ কাছে চলছে পাঠাবলি
রক্ত, টাটকা রক্ত.
এত আওয়াজের মধ্যেও
শুনতে পাচ্ছি গোঙানি
কোথায়? কোথায়?
আমার উঠতি বয়সের মেয়ে
খুঁজেই পাচ্ছি না
রাত বারোটা বাজে
সবাই দীপাবলির উৎসবে মাতোয়ারা
আমি হন্যে হয়ে খুঁজছি
মেয়ে আমার শান্ত
না বলে কোথাও যায় না
আধ ক্রোশ দূরেই এক মন্দির
খুঝতে খুঁজতে সেটার পেছনে গেলাম
সমস্ত বুক আর্তনাদ করে উঠলো
নগ্ন পড়ে আছে, আমার মল্লিকা
অঙ্গে অঙ্গে ধর্ষণের ছাপ
ওরে কে আছিস!!
সব যে শেষ হয়ে গেলো
গায়ের চাদরে লেপটে
তাকে কোলে নিলাম
মুখ দিয়ে ফেনা পড়ছে
ওরে! নর পাষণ্ড!
ধর্ষণ করে ক্ষান্ত হোসনি??
মেয়ের আমার মুখে বিষ ঢেলেছিস?
বা---বা---বা--- বাবা
আমাকে বাঁচাও, বাঁচাও
বল মা বল জবাব দে
কে করলো, কারা করলো
মা কালির কাছে আজই বলি দেব
বল মা বল
নাম উচ্চারণ করেই
মেয়ে আমার চলে গেলো
মন্দিরের ঘন্টা আরো
জোরে বেজে উঠলো
মা..তুই কি আছিস? দেখছিস?
কই তোর লীলা?
মেয়ে যে আমার হারিয়ে গেলো
মন্দিরের দুয়ারে তাকে রেখে
খুঁজতে বেরিয়ে গেলাম
পাষন্ডের দল এখনই ধরবো
আনলাম ধরে আনলাম তাকে
বলির কাষ্ঠে তার গলা রাখলাম
মার্ সামনে বলি হবে--নরবলি
মন্দিরের চারপাশে লোকের
উপচে পড়া ভিড়
মাড়--মাড়---মাড়---
গলা কেটে ফেল এই পাষন্ডের
দিয়ে দিলাম, জোরে এক কোপ
রক্ত ছিটকে মার গায়ে
এই আমার দীপাবলি
পাষন্ডের রক্তে লাল মন্দির চত্বর
আর কেউ করবি? হা!! ধর্ষণ?
মা-আমি যে একা হয়ে গেলাম
মল্লিকাকে বাঁচাতে পারলাম না
তোর কাছে আজ আমার আকুতি
দেখিয়ে দে লীলা
ফিরিয়ে দে আমার মেয়ে
আমার কোলে
আকাশ গর্জে উঠলো
বিদ্যুৎ চমকালো
মল্লিকা আমার 'মা' 'মা' ডাকলো
একি দেখলাম আমি
এ কি দেখলাম
এ কি সত্য?
মন্দিরে শোনা গেলো উলু ধ্বনি
এতো দেখি স্বয়ং শ্যামা মা নেমে এলেন
মেয়ে আমার জেগে উঠলো
'মা' তুমি সত্যিই আছো?
অঙ্গে অঙ্গে শিহরণ !
মৃত্যু থেকে জীবন??
সার্থক আমার দীপাবলি
সবাই মিলে বোলো আজ
জয় কালী জয় কালী