দুঃখের অন্তরালে সুখের ছায়া,
বুঝতে পারে না কেউ অদৃষ্টের লেখা।
বেদনার ঝড়ে যখন আসে অবসাদ,
ভারাক্রান্ত হয়ে উঠে এই আকাশ, বাতাস।
অধীর অপেক্ষা শুধু, কখন ফুরাবে এই সময়,
মুহূর্তে মুহূর্তে তাড়া করে বেড়ায় অজস্র ভয়।
অদৃষ্ট হেসে বলে, দরজা খুলে বাইরে আয়,
সুখ যে অপেক্ষা করছে তোর দোরগোড়ায়।
দিনের পর দিন হেঁটে চলেছি এক অজানা পথে,
এখন যা আছি, জানি না পর মুহূর্তে কি হবে।
তাও কত আনন্দ আছে এই প্রকৃত রঙ্গমঞ্চে,
বুঝে না কেউ, প্রতি মুহূর্ত, সে যে,অভিনয় করছে।
জানি না কেউ আমরা, কে আমি, কোথা থেকে এসেছি,
নাই বা জানলাম, নাই বা বুঝলাম, বেশ তো ভালো আছি.
দুঃখের পর সুখ আসবে, শুধু রাখবো আজ এই বিশ্বাস,
শুভকর্মের ভান্ডার রেখে যাবো ধরণীতে, যতদিন আছে শ্বাস প্রস্বাস।