শেষের সেদিন আর ফিরে আসবে না
যেদিন সবাই মিলে হৈ হৈ করেছিলাম
তুমি বকুলের তলায় দাঁড়িয়ে
গান গাইতে গাইতে
আমার হাত ধরেছিলে
টাইগার হিলে গিয়ে সবাই
প্রভাতের সূর্যোদয় দেখেছিলাম
পাহাড়ি জামা গায়ে
চা বাগানে ছবি তুলেছিলাম
দার্জিলিং মেইল এ বসে
ঝাল মুড়ি চিবিয়েছিলাম
লুকিয়ে লুকিয়ে তুমি
আমার হাতে একটা
কাগজের টুকরো দিয়েছিলে
আমি সেটা পড়ার জন্য
জঙ্গলে লুকিয়েছিলাম
সেই কাগজের টুকরো
যাতে তুমি লিখেছিলে
"আমি তোমাকে ভালোবাসি"
আমাকে তোমাকে একা ফেলে
সবাই পাহাড়ের গায়ে ঝর্ণা
দেখতে চলে গেছিলো
আমি তোমায় জড়িয়ে ধরেছিলাম
শেষের সেদিন কত আনন্দ ছিল
শেষের সেদিনের বিদায় বেলায়
অঝোরে কেঁদেছিলাম,
আমাদের সাথে কেঁদেছিলো
এই বিশাল আকাশ
মুশল ধারে পড়েছিল বৃষ্টি
শেষের সেদিন আমরা
বলেছিলাম প্রাণের কথা,
না..আজও ভুলতে পারলাম না
ভুলতে পারি না
শেষের সেদিন
আমার আর তোমার
একদিনের প্রেম
শেষের সেদিন আমরা
ছিলাম একটি মালায়
কখন মালা ছিঁড়ে গেলো
অজান্তে সবাই হারিয়ে গেলো
পৃথিবী ঘুরছে, আমরা আছি
শুধু সেই মালা নেই।
শেষের সেদিন কি -
আর ফিরে আসবে কোনোদিন?
আমরা কি আর
মিলবো কোনোদিন?