তুমি করতে পারলে
আমি কেন পারবো না?
তুমি সন্ধ্যায় আড্ডা দাও
আমিও আড্ডা দেব
তোমায় যদি কেউ বাধা না দেয়
আমায় কেন দেবে তবে?
আমিও তোমার মতো
বড়ো হয়েছি পড়াশুনা করে
আমি শুধু ঘরে বন্দি থাকবো
তোমার কথা মতো চলবো
আর তুমি যা খুশি করবে?
হ্যাঁ আমি বলছি এই কথা
আমি আজকের যুগের মেয়ে
কি করে ধরে নাও?
আমি আগেকার যুগের মেয়েদের মতো
সব মুখ বুজে সহ্য করবো?
ভাতের হাড়িটার পাশেই থাকবো
ঘরই  কেন হবে আমার গন্ডি ?
যুগ  পালটে গেছে,
নারী স্বাধীনতা নিয়ে হচ্ছে আলোড়ন
তুমি নিজেই তো জোরে জোরে
ভাষণ দিয়ে বেড়াচ্ছ রোজ?
তাহলে ঘরে ঢুকলে কেন কেন?
তোমার সংকীর্ণ মানসিকতা
তেড়ে বেড়ায় আমাকে ?
কেন পারো না সম্মান দিতে ?
কেন পারো না স্বাগত জানাতে,
আমার মান আর অভিমানকে?
আমিও নিজের পায়ে দাঁড়াতে চাই
কারো অধীন থাকতে আমার দ্বিধা হয়
আমার অর্জিত শিখ্যা আমায় বলে,
বেরিয়ে আয় ঘর থেকে
সমাজ তোকে চায়
তোর শিক্ষ্যার আলো
ছড়িয়ে দে ঘরে, ছড়িয়ে দে বাইরে
সত্যি বলছি আজ তোমায়
বাইরে নয়, তোমার অন্তরে
একটা প্রদীপ জ্বালো
সেই আলো দিয়ে আমায় দেখো
দেখবে আমিও তোমার মতো মানুষ
যার মন আছে, অনেক ইচ্ছা আছে
মুক্ত আকাশ তাকে ডাকে
সেও কিছু করতে চায়
একবার বাঁচতে দাও তাকে স্বাধীন হয়ে.......
তবে বুঝবো আমি ভুল করিনি
তোমায় জীবন সঙ্গী  করে  
থাকতে চাই না তোমার পিছনে
হাটতে চাই একসাথে, পাশাপাশি
আজ এইটুকুই তোমার কাছে দাবি