মন চঞ্চল
কথা কল, কল,
নুপুর বাজে ছন্দে।
ছন্দে, ছন্দে,ছন্দে ,
বৃষ্টি পরে রিম ঝিম, রিম ঝিম ,
বাতাস বলে শোন্ শোন্ ,শোন্ শোন্ ।
ময়ূর কেকা বলে।
আমার হৃদয়  ধক ধক করে ।
ধা ধী না, না তি না,
তবলা কি দাদরা বলে?
নি সা গ ম পা , নি ধা পা ,
তানপুরাতে বাজে।
তারই মাঝে ছন্দে ছন্দে ,
কোকিল কু কু ডাকে ।