রাতের আকাশে কত তারা
মিটি মিটি জ্বলে
আমায় দেখে যেন তারা
কত কথা বলে


মনে হয় মনের কথা
সব তারা জানে
ভাল থাকতে আমায়
ওরা বলে কানে কানে


অমাবস‍্যার রাতেও জ্বলে
জোনাকি মিটি মিটি
দুঃখ সুখ চিরন্তন
থাকে পাশাপাশি


সূর্যের আলো যেমন
শাশ্বত সত‍্য
সংগ্রাম হল এই
জীবনের অর্থ


যতদূর যায় চোখের দৃষ্টি
সবই তো বিধাতার সৃষ্টি


আমার তোমার জীবন
নিমিত্ত মাত্র
কর্মই হল চলার মন্ত্র


চলতে চলতেই ফুরাবে পথ
থেমে যাবে এই
সংগ্রামের রথ


চাঁদের তো আলো নেই
তাও আলো ছড়ায়
আমাদেরো বাঁচতে হবে
কিছু দিতে হবে এই ধরায়