কখন, কিভাবে কেটে গেলো
সময়ের স্রোতে ভেসে গেলো,
জীবনের অমূল্য মুহূর্তের স্পন্দন,


একটু, একটু করে শিখিয়ে দিলো,
কান্না-হাসির মেলবন্ধনই যে এই জীবন.


একদিন খেয়া বাইতে বাইতে গান গেয়েছি,
আজ নিশ্চুপ আমি সময়ের খেলা দেখছি.


আমার দেহ, মন নেই আমার আওতায়
প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে সময়ের হাওয়ায় .


জানি না এই খেয়া বাইব কতদিন
অজানা, অচেনা পথ যে সময়ের অধীন.


সময়ের কাছে শিখেছি এই নিষ্ঠুর সত্যি
এই খেয়া বাইতে হবে যে একাকী.


তাই হাত দিয়ে চোখের জল মুছেছি,
আমার জীবনকে আমি ভালোবেসেছি.


চলবো আমি যতদূর সময় নিয়ে যায়,
দেখবো কি লিখা আছে জীবনের শেষ পাতায়.