অনায়াসেই মেয়েটা 'নীরা' হতে পারতো।
সঠিক সমঝদারের হাতে পড়লে...।
কিম্বা পরিশ্রান্ত-দিশাহীন কোনো যুবকের হতাশার ঘাম নিজের কোমল আঁচলে মুছিয়ে দিয়ে 'বনলতা সেন'হতে পারতো আপন মহিমায়।
অথবা 'কাদম্বরী'র মতো মরমে মরার পরও আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র "ধ্রুবতারা" হয়ে মানস-সিংহাসনে উপবিষ্ট থাকতো অনন্তকাল.....।
নিদেনপক্ষে, কিছু ধন্য পুরুষের কন্যা -জায়া-জননী হয়ে বিলিয়ে দিতে পারতো নিজের অন্তরে থাকা অমূল্য সম্পদ।
অথচ আজ মেয়েটা ঝলমলে আয়নার সামনে বসে মুখে পাউডার ঘষছে আর ঠোঁটে লেপটে যাওয়া লিপস্টিক সুগন্ধি রুমালে পরিষ্কার করে আরও
গাঢ় করে লাগিয়ে নিয়ে অপেক্ষা করছে পরবর্তী খরিদ্দারের জন্য।
মেয়েটার প্রেম-যন্ত্রনা-অপমানের উর্দ্ধে ওঠা চোখদুটি অপলক তাকিয়ে আছে কোন সুদূরের পানে...!