চোরাস্রোতে ভেসে যায় একমাত্র খড়কুটোর আশ্রয়।
ছেঁড়াতারে সুর খুঁজে নিয়ত ক্লান্ত,ব্যর্থ হই..।
অনাদরে ফসল নষ্ট,পড়ে থাকে ধূ-ধূ ফাঁকা মাঠ....।
প্রেম চেয়ে,মলিন ধূসর বুক সয় পাখসাট ।
যা কিছু দুর্লভ  ভেবে, সযত্নে রেখেছি তুলে নিভৃত মনিকোঠায়,
অজানা ছিল, হাটে-বাজারে বিকোয় তা ভীষন সস্তায়।
হয়তো নিজের ই ভুল!অসত্য,হিপোক্রিট,অন্ধকারের দেশে,
আমরা ভেসে বেড়াই সীমাহীন, অদৃশ্য শূন্যতার উদ্দেশ্যে...।