আমি আজও জেগে আছি নিঃসঙ্গতার পানে চেয়ে
জেগে আছি রাতের আধাঁরের মত অপেক্ষাতে
জেনে গেছি তুমি আর ক্ষুধার্ত নও
আমি প্রতিদিন একটু একটু করে বক্ষানলে দুঃখ বসিয়ে তোমার জন্য আফিম সিদ্ধ করতাম
যা তুমি চরম অবহেলাভরেও কখনো সখনো পান করতে চাওনি
মাঝে মাঝে হুট করেই ছুটি দিয়েছো কতবার আমি ক্লান্ত হয়নি কখনো
তাই তোমার শত অবহেলাতে-------
এখন আমি সেটুকুও রাঁধতে পারিনা
আমি নিথর নিস্তব্ধ বাকহীন প্রতিবন্দী হয়ে গেছি
ক্ষুধার্ত নেত্রে চেয়ে আছি অপলক
আবারও কী দু 'যুগের অপেক্ষা ?
শত সহস্রতার কালের বন্দী হয়ে ?
তুমি আমার জীবনে বৈশাখের
প্রথম ঝড় নও
না তুমি তাপদগ্ধ রোদের দিবাবসান
কিছু নই কারো আমি
কেউ আমার নই
আমার মনে হচ্ছে চারদিক থেকে তেড়ে আসছে নাম না জানা বিষপুস্প
এরা কখনো কোনোদিন সুগন্ধ ছড়ায়নি আমারই মতো
আমিও না হয় মিশে গেলাম ওদের সাথে অনাকাংঙ্খিত জীবনের দ্বারগোড়ায়
যেখানে আমার জন্য কেউ বসে নেই
ছিলনা কোনোদিনও