তুমি যখন বলো আমায়...
রূপ যে তোমার মনোহরা
হলাম আমি পাগলপারা,
মুগ্ধতা এক আকাশ....
মিথ্যে আমি বলব নাগো,
ভীষণ ভালো লাগে তোমার
ভালোবাসার প্রকাশ!


ধন্ধ মনে অন্যখানে...
আকাশ বলতে কী বুঝি!
কংক্রীটের ওই পাহাড় চিরে
মুক্ত সে এক আকাশ খুঁজি!
ভাবি যাকে আকাশ বলে
চোখ যে তার ভরা জলে,
শৃঙ্খলিত জীবন যে তার
বিষ বাষ্পের দখলে....!
তবুও বলি সাহস করে
শুনছো ওগো আকাশ....
তোমার কাছে বাঁধা পড়ে আছে
আমার প্রিয়র ভালোবাসার প্রকাশ!
আকাশ বলে...
ওরে পাগল মেয়ে,
আজকে আমার নীলে শুধুই.
বেদনার যন্ত্রণা,
বুকে আমার বিষের আঁচড়
দেখেও কি দেখছো না?
মুগ্ধতা যে বড্ড ভারী,রাখব কোথায় তাকে
বইছি যে ভার বিষের কণার
অশনি আমায় ডাকে!


হারিয়েছি গো আজকে আমি
সেদিনের ব্যপকতা,
দেব তোমায় হৃদয় ঢেলে
নেই যে উদারতা!
চাইছ তুমি আমার কাছে
কোন সে মুগ্ধতা?
শব্দটা যে অচেনা ভারি....
যদি পারো দাও গো আমায়
একমুঠো শুদ্ধতা....!



copy right  15/11/17 @MMG