আমি তো তোমার চাঁদনী রাতের
স্বপ্নচারিনী নই,
মনোবিহারিনী মায়াবিনী কোনো
হরিণীও আমি নই....
ক্লান্ত পথের পথিক মনে
সুখের পরশ নই!
ঘুচিয়ে দেব সকল আঁধার
এমন আলো নই...
বসন্ত ফুল ফোটাব,এতো
রঙের বাহার কই?


বহুদূর থেকে ভালোবেসে তবু
তোমাতেই বেঁচে রই,
নিরালার কোণে হরষিত মনে
বিরহ বেদনা সই!
যে মালা গেঁথেছি পরাব তোমায়
সাধ্য আমার কই,
সাধ করে তবু দিবানিশি আমি
সাধনায় বেঁচে রই...!


আমি যে তোমার মনোবিহারিনী
মনের মানসী নই....!