তখন গভীর রাত...
জানালায় আমি আর চাঁদ!
স্নিগ্ধ জোছনা আমায় ছুঁয়ে
বললাম...
মনে পড়ল তাহলে
নাকি ভুল করে এপথ দিয়ে?
চাঁদ বলে...
আমি তো এসেছি বার বার
সেই চেনা নিয়মে,
ডেকেছি তোমায় প্রিয় সে নামে
তুমি তো তখন স্বপ্নঘুমে
নিয়েছি বিদায় তোমার নয়ন চুমে....!


আমি তো সেই একই আছি
সেই পুরোনো চাঁদ,
জোছনা আমার তোমার জানালায়
রেখে যায় কতো সাধ....!


বদলে গেছে সময়
বদলে গেছো তুমি
আর তোমার চেনা রাত...!