ভোরের প্রথম আলোক স্নানে
পবিত্র আবেশে সাজি ভরে পুজোর ফুল তোলা....
সে এক অন্য অনুভূতি!
প্রতিটি ফুল যেন স্মৃতির বাগান থেকে
কুড়িয়ে নেওয়া এক একটা ভুল...
বেশীটাই অজান্তে,কিছু হয়তো ভুল করব বলেই!
সময় বদলে যায়,
কিছু ভুল তো রেশ টেনেই যায়
আগামীর পাতায় পাতায়!
জীবন তো কোনো রঙ্গমঞ্চ নয় যে শুধরে নেব,
সেও তো বড়ো বিড়ম্বনার
আমরণ ভুলের বোঝা বয়ে বেড়াব!


ভুল ভাঙতে ফুলের বিকল্প মেলা ভার
ওই যে ক্ষমাসুন্দর...পরম করুণাময়
ফুলের দলে ভুলের বোঝা চাপিয়ে
তাঁর চরণে অর্পণ...যেন আমার একান্ত অধিকার!
হে প্রভু...দয়াময়,
ভুল থেকে শিখতে যেন পারি
তোমার দান,অমূল্য এই জীবন
শেষবেলাতে হলেও অন্তত একটিবার
যেন ফুলে ফুলে সাজিয়ে তুলতে পারি!