সিলেবাসের বাইরে গিয়ে
চল্ না হারাই আকাশ-নীলে,
সবুজ সাথী বনের ছায়ায়
হাঁসের খেলা দেখব ঝিলে!
চল্ না ছেলে চল্ না মেয়ে
দেখব রে আজ দিগন্তে ভোর
শেকল ছেঁড়ার গান গেয়ে!
আনব জোয়ার মরা গাঙে
প্রযুক্তির ওই দেওয়াল ভেঙে!
পিঠের বোঝা নামিয়ে রেখে
কান পেতে শোন জীবন ডাকে!
মুক্ত আকাশ ঘাসের 'পরে
চল্ না রে আয় যাই ছুটে,
বৃষ্টি ভেজা পাতায় পাতায়
সৃষ্টি-সুখ নিই লুটে!
ফুলগুলো সব নাড়ছে মাথা
মেলছে ডানা পাখির দল,
একটু না হয় নিয়মহারা
কিশোরবেলা দেখবি চল!
বাঁধব না আর সময়কে আজ
যত্ন করে করপুটে,
বেহিসাবী তুলির টানে
আঁকব ছবি হৃদ-পটে!
চল্ না ছেলে চল্ না মেয়ে
আজকে হবো হিসাবহীন,
বলছে জীবন আয় রে ছুটে
নইলে আমার বাড়ছে ঋণ!