যদি কখনও না থাকি প্রিয়,
বলব না...
আমার স্মৃতিভার বহন করে নিয়ে যেও,
স্বার্থপর আমি নই!
যে ভালোবাসার অনুভবে
বাঁধবে আমায় স্মৃতিডোরে,
জানবে আমি থাকব ভালো
ছড়ালে তা পরের তরে!
মুক্ত আকাশে প্রিয় মেলে দিও ডানা
স্মৃতির বাঁধনে যেন তারে বেঁধো না!


এই যে এতো অলঙ্কার...
সবাই ভাবে...এ আমার অহংকার!
গচ্ছিত রইল সবই
অনাথ অভাগা শিশুদের তরে,
সঙ্গে রইল...আমার ভালোবাসা অপার!
পরিপাটি ওই পরিধান যতো
বিলিয়ে দিও প্রয়োজনমতো,
ছিন্নবস্ত্রে কাঁদে যারা দিবানিশি অবিরত!
কখনও যদি আমায় তোমার ভীষণ মনে পড়ে
কাছে ডেকে অন্নহীন দুখীকে
প্রাণভরে খাইয়ে দিও....পাত পেড়ে!


খুঁজো না আমায় স্মৃতির পাতায়
জেনো আমি আছি ভালো...
টুকরো খুশি ছড়িয়ে যেথায়!
একমুঠো রঙ ছড়িয়ে দিও
জীবনহারা ফিকে পাতায়!


আমি যদি নাও থাকি প্রিয়
থাকবে এই কবিতা,
বলবে তোমার কানে কানে
আমার ইচ্ছেগুলোর কথা!


স্মৃতিডোরে বেঁধো না আমায়...
স্মৃতিতে শুধুই ব্যথা!