কতবার বলি খুব ভালো আছি সুখে আছি...আয়
দুটো শব্দের মালা গাঁথি
বেহায়া কলম ঠায় দাঁড়িয়ে, বলে...
সময় এখন তোর বাঁধনে
আমি হব অসময়ের সাথী।
তোর বাগানে ফুলের মালা তোকে ঘিরে আজ সব্বাই,
সুখের চাবি হারিয়ে গেলে যখন আবার একলা হবি
গুমরে মরবে হাজার শব্দ তবু তুই চুপ থাকবি,
তোর কাজল চোখের কান্না হব
বন্ধু সেজে হাত বাড়াব
আজ দূরেই না হয় থাকি তাই
আবার যখন ব্যথা পাবি অতিথিদের বিদায় দিবি
আমি আছি ছায়ার মতো...অবসরে ডেকে নিবি।
সর্ণালী এই মুহূর্তদের রাখ বাঁধিয়ে সোনার ফ্রেমে,
হারিয়ে গেলে ঠোঁটের ভাষা চোখের ভাষা ঝাপসা হলে
তুই আর আমি চুপ-শব্দে গাঁথব মালা ভাসব আবার কাব্যপ্রেমে।