ভিনদেশী সব ভাষার ভিড়ে যখন ভেজে মন,
ছন্দে গানে মায়ের ভাষা স্বস্তি মেলায় তখন!
ভোরের পাখির গানে এ মন খোঁজে মাতৃভাষা,
অচেনা ভিড়ে চেনা সে পরশ জাগায় প্রাণে আশা!
ঠোঁটের ভাষা হোক না যেমন ভরসা মায়ের ভাষায়,
স্বপ্নে ব্যাথায় প্রাণের কথায় কিংবা ভালোবাসায়!
বছর ঘুরে একুশ যখন ফেরে আবার ঘরে,
বাঙালি কাঁদে শহীদ মহান তরুনদলের তরে!
রক্ত দিয়ে করল যারা ভাষার প্রতিষ্ঠা,
কেমনে হারাই সেই ভাষাতে শ্রদ্ধা ও নিষ্ঠা!
গাইব যে গান বাংলাতে আর বলব মনের কথা,
জাতির বুকে বাংলা লিখুক আলোর গল্পগাঁথা!
ফুটলে মুখে মায়ের ভাষা গর্বে ভরে প্রাণ,
জীবনভর আগলে যেন রাখি বাংলার মান!