শান্ত নীরবতা...
কোথাও তখন প্রবল ঝড়!
শব্দটা কোনোদিনই শুনতে পাওনি তুমি,
হতে পারে শুনতে চাও নি তুমি!
ধৈর্য হারালে নীরবতা...
বজ্র বিদ্যুৎ বৃষ্টি সহ
বহিঃপ্রকাশ ঝড়ের,
শব্দ দূষণ ছাড়া আর কোনো প্রভাব নেই তার...
অস্ত্বিত্ব শুধু তোমার ব্যস্ত সময়ের!


ঝরা পাতার মর্মর ধ্বনি
আমি একাই শুনি
উঠবে ঝড়...বার বার
থামবে না জানি...!


নাই যদি বোঝো নীরব ভাষা
সরব হলে আমি...বুঝবে আমায় তুমি
মিথ্যে সে আশা...!
ভুল আমারই....
অমানিশি আকাশেতে
চাঁদ খুঁজে মরি...!


copy right 21/11/17 @MMG