আমার চোখে জল...কেন?
অজানা তো নয় তোমার!
আমার বুকে ঝড়...কেন?
সেও কি তোমায় বোঝাবার?
অন্তরে বিরাজ তুমি...
কিছুই তো তোমার অজ্ঞাত নয় অন্তর্যামী!
না!অযথা প্রশ্ন করে
অপার সংসারে তোমার অনন্ত মহিমাকে
কেন্দ্রীভূত করব...এতোবড়ো স্বার্থপর আমি নই!
স্মৃতির ভান্ডারে আঁতিপাঁতি করে খুঁজি,
কোথায় কখন কী ভুল...
বাগান তো সাজানো তবু,
কেন ফুটল না ফুল?
নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি
মাথা পেতে নিই তার দায়ভার,
ক্ষমা চেয়ে নিই তোমারই কাছে!
চোখের জলটাও নিজেই মুছি,
অন্তরে যে ঝড়...তারও তো একটা
শেষ সীমা আছে না কি!
না!আর কোনো ভুল নয়
আর পিছু ফেরা নয়...


নিমীলিত আঁখিপল্লবে কান পাতলেই শোনা যায়
উত্তরের ডাক...প্রশ্ন না করতেই!
দৃষ্টির আঁধার পথে কে যেন
জ্বেলে দিয়ে যায়,সারি সারি আলো!
অগাধ বিশ্বাসটুকু সম্বল করে
হাঁটতে শুরু করি সেই পথে...
যেন তোমারই হাত ধরে!