চলছে জীবন নিজ খেয়ালে
চলছি তেমন যেমন বলে!
ছড়ায় পথে হাজার কাঁটা
সাবধানে তাই ফেলছি পা-টা!
দূর থেকে পথ ঠিক চেনা দায়
ভুল বশতই ভুল হয়ে যায়!
তবুও চলা সমুখ পানে
সুর মিলিয়ে জীবন গানে!
সুখের দেখা পথের বাঁকে
দুঃখ হাসে আড়াল থেকে!
দুঃখ সুখের গোলক ধাঁধায়
পথ হারালে মন কাঁদে হায়!
আশার আলো পাতার ফাঁকে
স্মৃতিরাও যে পিছু ডাকে!
সময় বলে নেইকো সময়
চিনতে শেখো সময়ে আমায়!
খেলছে তো বেশ আলো ছায়া
শেষ বেলাতে সবই মায়া!