অন্তরে বাইরে...
একাই কেন পুড়বি রে মেয়ে?
পুড়তে দে ওদেরও
সইতে দে-না দহন জ্বালা,
মুখ ফিরিয়ে রয় যারা
কাঁটাময় পথটিতে ফেলে যায় তোকে একলা,
আর তুইও যে ভাবিস মনে....
তুই কতো অবলা!
ঢাকিস না আর ওই পোড়া মুখ
বুঝুক সবাই...
দহনে কতো সুখ,
পোড়া সমাজের দায়ভার নিতে
যারা সতত বিমুখ!
সম্মুখে দাঁড়িয়ে ওদের দেখা....
বীভৎস ওই পোড়া মুখ,
ওরাও দেখুক....আৎকে উঠুক
বুঝুক মুখ তোর পোড়েনি একার,
ওদেরও যে পুড়ে গেছে মুখ!
অনুভব করুক ওরাও....
দহনে কতো সুখ!