রাত তো সেই চেনা
চাঁদ যেন অচেনা!
বলছে আমায় ডেকে..
মধুর ওই নিভৃত ক্ষণে
হোক না একটু জানাশোনা!


জানি,ফিরবেই চাঁদ
মিথ্যে ডরায় যেন...অমাবস্যার রাত,
মন বলে,পরখ করে দেখোই না
একটিবার...বরাত!
ইচ্ছে তো করে ভারি
একছুটে গিয়ে ধরি,
ভালোবেসে জোছনার হাত!


দূর থেকে শুধু যেন
এই চোখে চোখ রাখে,
অমাবস্যার কোনো এক রাত...!