শত বর্ষ পরে হাজার আলোকবর্ষ দূরে
দেখা হবে তোমাতে আমাতে...
অন্য কোথাও সে এক অন্য জগতে!


থাকবে না জাত পাত ধর্মের বাধা
রক্তের লাল রঙই হবে শেষ কথা!
মানুয সকলে সেথা একটাই পরিচয়
হিন্দু বা মুসলিম খ্রীষ্টান বৌদ্ধ নয়!
উঁচু-নীচ ভেদাভেদ থাকবে না আর
সে জগতে সকলের সম অধিকার!
আত্মাকে ছুঁয়ে মন জানবে নিজেকে
দেবে সাড়া সে যে শুধু সততার ডাকে!
সত্য চাদরে ঢাকা স্বপ্ন জগতে
সাম্যের ধ্বজা রবে চেতনার হাতে!
হাঁটবে না কেউ সেথা হিংসার পথে
মাতবে জগত শুধু প্রেম ভালোবাসাতে!


শত বর্ষ পরে হাজার আলোকবর্ষ দূরে
দেখা হবে ঠিক,তোমাতে আমাতে
অন্য কোথাও, সে এক স্বপ্ন জগতে
মানুষ যেখানে থাকে মান-হুঁশের সাথে...!