আমি বলি,আয় আয় চাঁদ....
অবকাশে পাশাপাশি বলব মনের কথা
জানাব যে এই মনে কতো আছে সাধ!


চাঁদ বলে,
চিঠি লিখে দিও তুমি জোছনার কাছে....
জেনে নেব ওই মনে সাধ কতো আছে,
নেই যে উপায় কোনো ডেকো না গো মিছে!
জানি আমি ঐখানে পাতা আছে ফাঁদ...!
পৃথিবী যে দিয়েছিল ধরা...তোমাদের ফাঁদে,
তিলে তিলে রিক্ত সে আজ শুধু কাঁদে!
নিজের বলতে শুধু
অরুণের দান....এই জোছনা,
আলোর পরশটুকু হারাতে যে চাই না!
কথা দিলাম...
প্রতি পূর্ণিমা রাতে
দেখা হবে তোমাতে আমাতে
আকাশের বুকে আমি
জানালায় তুমি,
পৌঁছে যাব কথায় কথায়
ভোরের সীমানাতে....!


চিঠি লিখে দিও তুমি জোছনার কাছে
বেশ আছি দূরে আমি
ডেকো না গো মিছে....!