আমি রাত্রি কালো
তুমি ভোরের আলো,
ধূসর কালো মেঘের কোলে
আকাশ প্রদীপ জ্বালো!
পাড় ভাঙার শব্দ যখন
শোনায় জীবন নদী,
সেই পাড়েতেই বিভোর তুমি
জীবন গানে...নিরবধি!
প্রতিকূলে দিশেহারা
বইছে ভাঙা তরী,
আলোর পথে বাড়িয়ে দু'হাত
তুমি যে কান্ডারী!


ছিন্ন তারে বীণা হাতে
আমি যে সুরহারা,
তোমার কন্ঠে আমারই গান
সুরের ঝরনাধারা!