না হয় ফুটেছি আমি অবহেলে
সে কী শুধুই ঝরে যাব বলে?
নাকি কেউ এসে অসময়ে ছিঁড়ে নেবে বলে...
নিজের খেয়ালে!
রঙমাখা রূপ আছে
আর আছে সৌরভ...
আরো যা কিছু আছে বাকি
দিয়ে যাব ঢেলে!
নাও যদি থাকে রূপ
নাম বা সুবাস,
স্বপ্ন তবু আছে বাঁধা...পেলব পাপড়ি দলে!
অশান্ত বাতাস এলে তাই
পড়ে নাতো ওরা ঢলে...!
স্বপ্নগুলো ঠিক তেমনই
যেমন ছিল নিজ খেয়ালে...!