দেহ বলে মনটারে চল না ভাই চল না
তুই সায় না দিলে যে ইচ্ছে পূরণ হয় না!
দু''য়ে মিলে স্বপ্নটা আজ পূরণ করি চল
আত্মা এলেই ঢেলে দেবে বাড়া ভাতে জল!
ও যে আবার বড্ড আঁতেল দেবে হাজার জ্ঞান
সব ব্যাপারেই খুঁতখুঁতে ও ঝুলি ভরা মান!


আড়াল থেকে সিক্ত চোখে আত্মা কেবল হাসে
যে যাই বলুক থাকব আমি সদাই ন্যায়ের পাশে!
ন্যায় অন্যায় দ্বন্দ্বে আমি চাই না কোনো ধন্ধ
বোঝাতে আমায় হবেই ওদের কী ভালো কী মন্দ!
অন্ধকারের পথটি আমি করব আলোময়
দেখছি শেষে শেষ রক্ষা হয় কি না হয়!